ঢাকা, শুক্রবার   ১১ অক্টোবর ২০২৪

বন্যার্তদের সহযোগিতায় এগিয়ে আসার আহ্বান তারেক রহমানের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৫২, ৩০ সেপ্টেম্বর ২০২৪

বন্যার্তদের সর্বাত্মক সহযোগিতায় সক্রিয়ভাবে এগিয়ে আসতে দলের সব পর্যায়ের নেতা-কর্মী এবং সমর্থকদের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 

আজ সোমবার (৩০ সেপ্টেম্বর) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তিনি এ আহ্বান জানিয়েছেন।  

তারেক রহমান বলেন, বিরতিহীন ভারি বর্ষণ ও উজান থেকে নেমে আসা পানির ঢলে তিস্তা নদীর তীরবর্তী লালমনিরহাট, নীলফামারী, রংপুর, কুড়িগ্রাম এবং গাইবান্ধা জেলার নিম্নাঞ্চলের বিস্তীর্ণ এলাকা আকস্মিক বন্যায় প্লাবিত হয়েছে। তিস্তাসহ ওই অঞ্চলের নদীগুলোর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এই আকস্মিক বন্যায় প্রায় লক্ষাধিক মানুষ ইতোমধ্যে গৃহবন্দি হয়ে পড়েছেন। 

তিনি বলেন, বন্যাকবলিত মানুষ চরম দুর্দশার মধ্যে দিনাতিপাত করছেন। এলাকায় মানুষের মধ্যে অস্বস্তি ও আতঙ্ক বিরাজ করছে। রাস্তাঘাট, জমির ফসল পানিতে ডুবে গেছে। আমি বন্যাকবলিত ও আশপাশের জেলাগুলোর বিএনপি এবং এর অঙ্গসহযোগী সংগঠনের সব নেতা-কর্মী ও সমর্থকদের অনুরোধ জানাচ্ছি, তারা যেন বন্যার্তদের সর্বাত্মক সহযোগিতায় সক্রিয়ভাবে এগিয়ে আসেন।  

একই সঙ্গে অন্তর্বর্তী সরকারকে দ্রুত বন্যাকবলিত এলাকাগুলোতে ত্রাণ এবং উদ্ধার কার্যক্রম পরিচালনাসহ নদী ভাঙন রোধে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। 

এসএস//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি