ঢাকা, বুধবার   ১৪ মে ২০২৫

ববি হাজ্জাজের এনডিএমকে নিবন্ধন দেওয়ার নির্দেশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৩৪, ২১ অক্টোবর ২০১৮

Ekushey Television Ltd.

ববি হাজ্জাজের নেতৃত্বাধীন নতুন দল ‘জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন’ এর (এনডিএম) নিবন্ধন দিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

আজ রোববার বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. আশরাফুল কামালের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। রায়ের কপি পাওয়ার ১৫ দিনের মধ্যে নিবন্ধন দিতে বলা হয়েছে।

আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার আখতার ইমাম। সঙ্গে ছিলেন ব্যারিস্টার রাশনা ইমাম।

এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে গত ৮ জুলাই দুই সপ্তাহের রুল জারি করেছিলেন হাইকোর্ট।

প্রসঙ্গত, আলোচিত ববি হাজ্জাজ এক সময় জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের উপদেষ্টা ছিলেন। পরে তিনি নিজেই দল গঠন করেন।

/ এআর /


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি