বাংলাদেশকে দুর্নীতি ও সন্ত্রাস মুক্ত করার আহ্বান:ডক্টর কামাল
প্রকাশিত : ১৫:৪৫, ২০ এপ্রিল ২০১৭ | আপডেট: ১৫:৫৯, ২০ এপ্রিল ২০১৭

একাত্তরের শহীদদের রক্তে ভেজা বাংলাদেশের মাটিকে দুর্নীতি ও সন্ত্রাস মুক্ত করার আহ্বান জানিয়েছেন সংবিধান প্রণেতা ডক্টর কামাল হোসেন।
সকালে রাজধানীর বেইলী রোডের বাসায় ৮০তম জন্মবাষির্কীতে এই আহ্বান জানান ডক্টর কামাল। জন্মদিনে গণফোরামের নেতা-কর্মীদের নিয়ে কেক কাটেন এবং শুভাকাঙ্খিদের শুভেচ্ছায় সিক্ত হন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন এই আইনজীবী। ১৯৭২ সালের ১০ এপ্রিল গণপরিষদের প্রথম অধিবেশনে গঠিত ৩৪ সদস্য বিশিষ্ট সংবিধান প্রণয়ন কমিটির প্রধান ছিলেন ডক্টর কামাল হোসেন। তার নেতৃত্বাধীন কমিটি দ্রুততার সঙ্গে সংবিধানের খসড়া তৈরি করে এবং ১৯৭২ সালের ৪ নভেম্বর গণপরিষদে সেটি পাশ হয়।
আরও পড়ুন