ঢাকা, বৃহস্পতিবার   ০১ মে ২০২৫

বাংলাদেশ আওয়ামী লীগের ৬৭তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ

প্রকাশিত : ১১:১৪, ২৩ জুন ২০১৬ | আপডেট: ১১:১৪, ২৩ জুন ২০১৬

Ekushey Television Ltd.

আজ ২৩ জুন। বাংলাদেশ আওয়ামী লীগের ৬৭তম প্রতিষ্ঠাবার্ষিকী। দলটির হাত ধরে এই ভূখন্ডের মানুষ যেমন স্বাধীনতার স্বাদ  পেয়েছে, তেমনি দলটির হাত ধরেই রচিত হয়েছে বাংলাদেশের ঘুরে দাঁড়ানোর ইতিহাস। সাম্প্রদায়িক রাজনীতির যুগ থেকে ধর্মনিরপেক্ষ কল্যানকামি রাষ্ট্র বিনির্মানের দীর্ঘ লড়াইয়ে আওয়ামী লীগ নেতৃত্ব দিয়েছে সামনে থেকে। আওয়ামী লীগ শাসন আমলে অর্থনৈতিক মুক্তি আর আত্বনির্ভশীলতা বিশ্ব দরবারে বাংলাদেশকে দিয়েছে অনন্য মর্যাদা। ১৯৪৯ সালের ২৩ জুন স্বামীবাগের রোজ গার্ডেনে জন্ম হয় পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগের।  মওলানা আবদুল হামিদ খান ভাসানীকে সভাপতি, শামসুল হককে সাধারণ সম্পাদক এবং কারাবন্দীনেতা শেখ মুজিবুর রহমানকে এক নম্বর যুগ্মসম্পাদক করে নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশ করে। পরবর্তীতে ১৯৫৫ সালে ময়মনসিংহে অনুষ্ঠিত দলীয় কাউন্সিলে ‘মুসলিম’ শব্দটি বাদ দিয়ে সব ধর্ম-বর্নের মানুষের দলে পরিণত হয় আওয়ামী লীগ। বাঙ্গালীর স্বাধীকার থেকে স্বাধীনতা সংগ্রামে দলটি নেতৃত্ব দিয়েছে সামনে থেকে। ১৯৭৫ সালে রাজনৈতিক পটপরিবর্তনের পর ১৯৮১ সালের ১৭ মে ঝাঞ্ঝা-বিক্ষুব্ধ দিনে দেশে ফিরে দলের হাল ধরেন শেখ হাসিনা। দীর্ঘ ২১ বছর বিরোধী দলে থেকে নানা চড়াইউথড়াই পাড়ি দিয়ে ক্ষমতায় আসে আওয়ামী লীগ। শেখ মুজিবের হাত ধরে পাওয়া লাল সবুজ পতাকা, আজ শেখ হাসিনার হাত ধরে বিশ্বমঞ্চে মর্যাদার আসনে সু-প্রতিষ্টিত। উপমহাদেশের প্রাচীন ও বৃহৎ এই ঐতিহ্যবাহী রাজনৈতিক দলটির নীতি-আদর্শ, সাফল্যে অটুট থাকবে এমন প্রত্যাশা সবার।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি