ঢাকা, মঙ্গলবার   ২৯ এপ্রিল ২০২৫

বাজারে রাপুর নতুন মাল্টিমুড ওয়্যারলেস মাউস

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:৫৫, ২৪ জুলাই ২০১৮ | আপডেট: ১০:২৩, ২৫ জুলাই ২০১৮

Ekushey Television Ltd.

বাংলাদেশের প্রযুক্তি বাজারে এসেছে রাপু’র নতুন মাল্টিমুড ওয়্যারলেস (তারবিহীন) মাউস। বাংলাদেশে রাপু’র  একমাত্র পরিবেশক গ্লোবালব্র্যান্ড প্রাইভেট লিমিটেড এমটি-৫৫০ মডেলের মাউসটি বাজারজাত করছে।  

নতুন ও অত্যাধুনিক এই মাউসে রয়েছে মাল্টিমোড ওয়্যারলেস ২.৪জি, ব্লু-টুথ ৩.০, ব্লু-টুথ ৪.০ ও রিয়েলটাইম ডিপিআই বাটন। এই মাউসটির মাধ্যমে একইসাথে একাধিক কাজ করা যাবে।

এই মাউসটিতে আরও আছে লেজার সেন্সর। পাশাপাশি এক বছর পর্যন্ত ব্যাটারি লাইফ দেবে মাউসটি। এছাড়াও এই মাউসের আরামদায়ক আকৃতির ফলে এটি ব্যবহারেও রয়েছে বিশেষ সুবিধা। আর এতসব আকর্ষণীয় বৈশিষ্টসহ মাউসটির দাম দুই হাজার ১৫০ টাকা।

দুই বছরের আন্তর্জাতিক ওয়ারেন্টিসহ এই মাউসটি পাওয়া যাচ্ছে গ্লোবালব্র্যান্ড এর যে কোন শাখায় এবং অনুমোদিত ডিলার হাউজে।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি