ঢাকা, শনিবার   ১৭ মে ২০২৫

বান্দরবানে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালন

প্রকাশিত : ১৮:১৮, ১৩ অক্টোবর ২০১৬ | আপডেট: ১৮:১৮, ১৩ অক্টোবর ২০১৬

Ekushey Television Ltd.

‘দুর্যোগ ঝুঁকি কমাতে হলে কৌশলসমুহ বলতে হবে’ প্রতিপাদ্যকে সামনে রেখে বান্দরবানে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার সকালে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সহযোগিতায় জেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক। অন্যান্যের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক, ফায়ার সার্ভিসের কর্মকর্তাসহ বিভিন্ন সরকারি কর্মকর্তা-কর্মচারি ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। পরে জেলা প্রশাসকের কার্যালয় থেকে র‌্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। সেসময় পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অগ্নি নির্বাপক সম্পর্কে সকলকে ধারণা দেয়া হয়।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি