বান্দরবানে ভূমি কমিশনের বৈঠক অনুষ্ঠিত হয়েছে
প্রকাশিত : ১৮:১১, ১৬ জানুয়ারি ২০১৭ | আপডেট: ১৮:১১, ১৬ জানুয়ারি ২০১৭
বান্দরবানে ভূমি কমিশনের বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বান্দরবান সার্কিট হাউসে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে পার্বত্য চট্টগ্রাম ভূমি কমিশনের চেয়ারম্যান বিচারপতি আনোয়ার-উল-হক জানান, কমিশনের পূর্বের বৈঠকের সিদ্ধান্ত বাস্তবায়ন এবং ভূমি বিরোধ নিষ্পত্তি জন্য দাখিলকৃত আবেদন যাচাই-বাছাই করে শুনানি আহবানের দুটি এজেন্ডা নিয়ে আলোচনা করা হয়েছে। লোকবল নিয়োগের ভিত্তিতে এজেন্ডা বাস্তবায়নের পদক্ষেপ নেয়া হবে। এ সময় আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান সন্তু লারমাসহ কমিশনের অন্যান্য সদস্য তিন পার্বত্য জেলার সার্কেল চীফ এবং তিন পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান উপস্থিত ছিলেন।
আরও পড়ুন