ঢাকা, শনিবার   ১২ জুলাই ২০২৫

বাম গণতান্ত্রিক জোটের নির্বাচনী প্রচারনা আজ শুরু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:১৭, ১১ ডিসেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বাম গণতান্ত্রিক জোটের আনুষ্ঠানিক নির্বাচনী প্রচার মঙ্গলবার থেকে শুরু হচ্ছে। জোটভুক্ত শরিক দলগুলো সমন্বিতভাবে নির্বাচনী প্রচার কাজ শুরু করবে।

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি)প্রার্থীরা আজ দেশের বিভিন্ন সংসদীয় এলাকায় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে তাদের নির্বাচনী প্রচার অভিযান শুরু করবেন।

কেন্দ্রীয় কর্মসূচিতে এদিন সকাল ১১টায় কেন্দ্রীয় শহীদ মিনারে দলের কেন্দ্রীয় নেতারা ও ঢাকা মহানগরের বিভিন্ন সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বিতাকারী কাস্তে মার্কার প্রার্থীরা পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে নির্বাচনী প্রচার শুরু করবেন।

বাম জোটের আরেক শরিক বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক আজ ঢাকা জেলার নবাবগঞ্জ থেকে ঢাকা-১ আসনে দলীয় প্রার্থী সেকেন্দার হোসেনের নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণের মধ্য দিয়ে প্রচার শুরু করবেন।

কেআই/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি