ঢাকা, বুধবার   ৩০ এপ্রিল ২০২৫

বিএনজেপি নামে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ

প্রকাশিত : ১৯:১৪, ৫ এপ্রিল ২০১৬ | আপডেট: ১৯:১৪, ৫ এপ্রিল ২০১৬

Ekushey Television Ltd.

বাংলাদেশ জাতীয়তাবাদী জনতা দল- বিএনজেপি নামে নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশ করেছে। মঙ্গলবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের চেয়ারম্যান ফয়েজ চৌধুরী এ কথা জানান। সংবাদ সম্মেলনে তিনি বলেন, বিএনপি নেত্রী খালেদা জিয়া ও তারেক রহমান যুদ্ধাপরাধীদের নিয়ে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখে। তাই তারা গণতান্ত্রিক আন্দোলনের নেতৃত্ব দিতে পারবে না বলে মন্তব্য করেন তিনি। বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত হয়ে দলটি রাজনৈতিক অঙ্গনে গুরুত্বপূর্ন ভূমিকা রাখবে বলে অঙ্গিকার করেন দলের নতুন দলটির চেয়ারম্যান।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি