বিএনপিকে নাজেহাল করতেই খালেদা জিয়াকে আদালতে হয়রানি
প্রকাশিত : ১৪:৪১, ৩ ফেব্রুয়ারি ২০১৭ | আপডেট: ১৪:৪১, ৩ ফেব্রুয়ারি ২০১৭
বিচারিক প্রক্রিয়ার নামে বিএনপিকে নাজেহাল করতেই বেগম খালেদা জিয়াকে আদালতে হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ করেছে দলটি।
বৃহস্পতিবার সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি অভিযোগ করেন, সরকার প্রধানের প্রতিহিংসার কারণেই সপ্তাহে দুই-তিনবার বেগম খালেদা জিয়াকে আদালতে হাজির করা হচ্ছে। আদালতের ঘাড়ে বন্দুক রেখে রাজনৈতিক আক্রমন করা হচ্ছে বলেও অভিযোগ করেন রিজভী।
আরও পড়ুন