ঢাকা, বুধবার   ১৪ মে ২০২৫

বিএনপির জন্ম বেআইনি পন্থায়, খালেদা জিয়া কখনোই আইনের প্রতি শ্রদ্ধাশীল নন

প্রকাশিত : ১৪:৩৬, ৩ ফেব্রুয়ারি ২০১৭ | আপডেট: ১৪:৩৬, ৩ ফেব্রুয়ারি ২০১৭

Ekushey Television Ltd.

বিএনপির জন্ম বেআইনি পন্থায়, তাই বেগম খালেদা জিয়া কখনোই আইনের প্রতি শ্রদ্ধাশীল নন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ। শনিবার সকালে কুষ্টিয়ার নিজ বাসায় দলীয় নেতা কর্মীদের সাথে মতবিনিময়ের সময় তিনি এ’সব কথা বলেন। আওয়ামী লীগ দলীয় এই সাংসদ বলেন, খালেদা জিয়ার বিরুদ্ধে তত্ত্বাবধায়ক সরকারের সময় মামলা হয়েছিল। ৫০ থেকে ৬০ বার তার হাজিরার দিন ধার্য থাকলেও তিনি মাত্র ৮ থেকে ১০ বার হাজির হয়েছেন। দলের শীর্ষ নেতাই যখন আইনের প্রতি অশ্রদ্ধা দেখান, তখন সেই দলের নেতা-কর্মীদের আইনের প্রতি শ্রদ্ধাশীল না হওয়া স্বাভাবিক বলেও মন্তব্য করেন মাহবুব উল আলম হানিফ।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি