ঢাকা, রবিবার   ২৭ এপ্রিল ২০২৫

বিএনপির নির্বাচনী রূপরেখার অপেক্ষায় আছি : সেতুমন্ত্রী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:২৫, ২১ জানুয়ারি ২০১৮

Ekushey Television Ltd.

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির নেতারা প্রধানমন্ত্রীর কাছে নির্বাচনকালীন সরকারের রূপরেখা চেয়েছেন। কিন্তু প্রধানমন্ত্রী নির্বাচনকালীন কোনো রূপরেখা দেবেন না বরং রূপরেখা দেবে বিএনপি। আর তারা কী রূপরেখা দেয় আমরা সেটা দেখার অপেক্ষায় আছি।

রোববার সচিবালয়ে সেতু মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের এসব কথা বলেন।

সেতুমন্ত্রী বলেন, নির্বাচনে অংশ নেওয়া বিএনপির অধিকার্ হলেও এ বিষয়ে আওয়ামী লীগের কিছুই করার নেই। তিনি বলেন, রংপুর সিটি করপোরেশনের মতো জায়গায় ইসি নিরপেক্ষ নির্বাচন করেছে। তারপরও যদি বিএনপি ইসিকে নিরপেক্ষ মনে না করে তাহলে আমাদের কী করার আছে!

একে// এআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি