ঢাকা, বৃহস্পতিবার   ০১ মে ২০২৫

‘বিএনপি নির্বাচনে না এলে আ’লীগের কি করার আছে?’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:০১, ২৪ আগস্ট ২০১৮ | আপডেট: ২২:০২, ২৪ আগস্ট ২০১৮

Ekushey Television Ltd.

বিএনপিকে পাশ কাটিয়ে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ কোনো নির্বাচন করতে চায় না বলে মন্তব্য করেছেন ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সরকার সবার অংশগ্রহণমূলক নির্বাচন চায় জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘আমরা চাই নির্বাচনে সবাই অংশগ্রহণ করুক। কিন্তু বিএনপি নিজেরা যদি নির্বাচন থেকে দূরে থাকে সে ক্ষেত্রে আমাদের কি করার আছে।

শুক্রবার দুপুরে তার নির্বাচনী এলাকা নোয়াখালীর কবিরহাটে চাপরাশিরহাটে এলাকাবাসীর সঙ্গে জুম্মার নামাজ শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে এসব কথা বলেন মন্ত্রী। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি কোটা আন্দোলনে ব্যর্থ, বিদেশিদের কাছে নালিশ করে ব্যর্থ এবং নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের ওপর ভর করে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছিলো, সেখানেও ব্যর্থ হয়েছে। তাই এখন তাদের একমাত্র রাজনীতি হলো গুজব সন্ত্রাস। কিন্তু গুজব সন্ত্রাসে ভর করে ক্ষমতায় যাওয়া যাবে না।’

মন্ত্রী আরও বলেন, বিএনপি এবারও নির্বাচনে অংশগ্রহণ না করে ২০১৪ সালের মতো পরিস্থিতি সৃষ্টির জন্য উঠে পড়ে লেগেছে। তবে বিএনপির সে ষড়যন্ত্র ভেস্তে যাবে বলেও মন্তব্য করেছেন তিনি।

এমজে/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি