ঢাকা, শুক্রবার   ২৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বিএনপি ভুয়া, ওদের আন্দোলনের ডাক ভুয়া: কাদের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৩৭, ২৭ অক্টোবর ২০১৮ | আপডেট: ১৯:১৭, ২৭ অক্টোবর ২০১৮

Ekushey Television Ltd.

বিএনপির আন্দোলনের হুঁশিয়ারির কড়া সমালোচনা করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি ভুয়া, ওদের আন্দোলনের ডাকও ভুয়া।

আজ শনিবার বরগুনার তালতলীতে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত জনসভায় বিশেষ অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

বিএনপি ভুয়া দল মন্তব্য করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, আন্দোলনের হুঁশিয়ারি দিচ্ছে ১০ বছর ধরে। বলছে রোজার ঈদের পর আন্দোলন। রোজার ঈদ গেলে বলছে কোরবানির ঈদের পর আন্দোলন। এভাবে ১০ বছরে ২০ ঈদ কেটে গেছে। কিন্তু আন্দোলন করতে পারে নি। ফের ঈদ কবে হবে? বিএনপির আন্দোলন কবে? তাদের আন্দোলনের ডাক ভুয়া। বিএনপি ভুয়া।

উপস্থিত জনতার উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, বিএনপির খবর কি? বিএনপির খবর আছে? খবর নাই। বিএনপি হচ্ছে বাংলাদেশ নালিশ পার্টি। বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদের কাছে নালিশ করছে। জাতিসংঘের কাছে নালিশ করছে।

আরো পড়ুন : ২০ ঈদ চলে গেছে, বিএনপির আন্দোলন কবে হবে: কাদের

সেতুমন্ত্রী বলেন, বিএনপি জাতিসংঘ মহাসচিবের চিঠি নিয়ে মিথ্যাচার করেছে। ধরা খেয়ে গেছে, বিএনপি ভুয়া।

ওবায়দুল কাদের উপস্থিত জনতার উদ্দেশে বলেন, আপনারা হাত তুলে দেখান। বলেন, আরেকবার দরকার শেখ হাসিনার সরকার।

ওবায়দুল কাদের বলেন, ১৫ কোটি মানুষের হাতে মোবাইল ফোন। ১০ কোটি মানুষের ঘরে ইন্টারনেট সুবিধা। এসব কে দিয়েছেন? শেখ হাসিনা।

উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে সেতুমন্ত্রী বলেন, আগে সন্তানের নামের পাশে বাবার নাম বসত। এখন মায়ের নামও বসে। কে দিয়েছে এই সম্মান? কে নারীদের সম্মানিত করেছে? দিয়েছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। আগামী নির্বাচনে এগুলোর প্রতিদান দিতে হবে।

ওবায়দুল কাদের বলেন, দক্ষিণাঞ্চলের মানুষের ভাগ্য বদলে দিয়েছেন শেখ হাসিনা। ব্রিজ, সেতু, কালবার্ট, উড়াল সেতু সব করে দিয়েছেন। শেখ রাসেল সেতু, শেখ কামাল সেতু। পদ্মা সেতু হলে দক্ষিণাঞ্চলের চেহারা বদলে যাবে।

জনসভায় বক্তৃতা করেন আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, মতিয়া চৌধুরী প্রমুখ।

/ এআর /


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি