ঢাকা, বৃহস্পতিবার   ১৫ মে ২০২৫

বিচারহীণতার কারণেই থামছে না শিশু ও নারী নির্যাতন

প্রকাশিত : ১৩:৩২, ৩১ অক্টোবর ২০১৬ | আপডেট: ১৩:৩২, ৩১ অক্টোবর ২০১৬

Ekushey Television Ltd.

নারী ও শিশু নির্যাতন থামছেই না। বিচারহীণতার কারণেই দিনে দিনে বর্বরতা বেড়ে যাচ্ছে বলে মনে করেন বিশ্লেষকরা। সামাজিক বন্ধন কমে যাওয়াও নির্যাতনের অন্যতম কারণ বলে জানালেন তারা। অন্যায়ের প্রতিবাদে সমাজ এগিয়ে এলে নারী ও শিশু নির্যাতন কিছুটা কমতে পারে বলেও মত বিশ্লেষকদের। ইভটিজিং। ছোট্ট এই শব্দটার মাঝেই লুকিয়ে আছে হাজারো নারীর কান্না। উত্যক্ত করা, অনৈতিক প্রস্তাব, ভয় দেখিয়ে প্রেম ভালোবাসার প্রস্তাবসহ নারী নির্যাতনের প্রথম ধাপ ইভটিজিং, বড় ধরনের অপরাধ হলেও ঘটনা ঘটছে প্রতিনিয়ত। তথ্য বলছে, চলতি বছরে ১৯০ নারী ও শিশু ইভটিজিং ও নির্যাতনের শিকার হয়েছে। লজ্জায়  অনেকে বেছে নিয়েছে আতœহননের পথ। এ অবস্থা থেকে পরিত্রাণের জন্য সমাজকে আরো এগিয়ে আসার তাগিদ দিলেন এই সমাজাবিজ্ঞানি। আজ যে নারী ইভটিজিং-এর শিকার, বিচার না পাওয়ার কারণেই কাল ধর্ষন বা শাররিক নির্যাতনের শিকার হচ্ছেন। বারবার পার পেয়ে যাওয়াই আরো বেশী হিংস্র হয়ে উঠছে অপরাধীরা। বিশ্লেষকরা আরো  বলেন, প্রতিটি অপরাধের বিচার করতে হবে, অপরাধীকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। তবেই নারী ও শিশু নির্যার্তন কমে আসতে পারে বলে মনে করেন তারা।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি