বিটিসিএল এর চুক্তি বহাল রাখার নির্দেশ দিয়েছে আপিল বিভাগ
প্রকাশিত : ১৭:২৬, ২৩ জানুয়ারি ২০১৭ | আপডেট: ১৭:২৬, ২৩ জানুয়ারি ২০১৭
দ্বিতীয় সাবমেরিন ক্যাবলের ঢাকা থেকে কুয়াকাটা সঞ্চালন লাইনের যন্ত্রপাতি স্থাপনের জন্য টেলিফোন শিল্প সংস্থার সঙ্গে বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি- বিটিসিএল এর চুক্তি বহাল রাখার নির্দেশ দিয়েছে আপিল বিভাগ। তবে, সর্বোচ্চ দরদাতা প্রতিষ্ঠান নেটাস টেলিকমিউনিকেশনসকে ১০ হাজার ডলার ক্ষতিপূরণ দেয়ার নির্দেশ দেয়া হয়েছে।
টেশিস ও বিটিসিএলের চুক্তি অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেয়া রায়ের বিরুদ্ধে তিন পক্ষের লিভ টু আপিলের নিষ্পত্তি করে প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বাধীন তিন সদস্যের আপিল বেঞ্চ এই আদেশ দেন। দ্বিতীয় সাবমেরিন ক্যাবলের সঙ্গে যুক্ত হতে ঢাকা থেকে কুয়াকাটা, বেনাপোল ও আখাউড়াসহ বিভিন্ন স্থানে উচ্চ ক্ষমতার সঞ্চালন লাইন ও যন্ত্রপাতি স্থাপনের জন্য গত বছরের ২৭ এপ্রিল আন্তর্জাতিক দরপত্র ডাকে বিটিসিএল।
আরও পড়ুন