ঢাকা, বুধবার   ১৪ মে ২০২৫

বিদ্যালয়গুলোর দৈন্যদশা দূর করতে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান

প্রকাশিত : ১৭:৫৫, ৪ ফেব্রুয়ারি ২০১৭ | আপডেট: ১৭:৫৫, ৪ ফেব্রুয়ারি ২০১৭

Ekushey Television Ltd.

দেশে প্রাথমিক বিদ্যালয়গুলোর দৈন্যদশা দূর করতে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রাথমিক ও গণ শিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজার। চট্টগ্রামের দক্ষিণ কাট্টলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন উপলক্ষে সমাবেশে এই আহ্বান জানান তিনি। এ’সময় মন্ত্রী শিক্ষা ক্ষেত্রে বর্তমান সরকারের নেয়া বিভিন্ন উদ্যোগ তুলে ধরেন। বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি জয়নাল আবেদীন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিটি মেয়র আ জ ম নাছিরউদ্দিন, সাবেক মন্ত্রী  ডাক্তার আফছারুল আমিনসহ গণ্যমান্য ব্যক্তিরা।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি