ঢাকা, বুধবার   ৩০ এপ্রিল ২০২৫

বিধ্বস্ত হওয়ার আগে ইজিপ্ট এয়ারের ভিতর আগুন লেগেছিল

প্রকাশিত : ০৯:০৬, ২১ মে ২০১৬ | আপডেট: ০৯:০৬, ২১ মে ২০১৬

Ekushey Television Ltd.

বিধ্বস্ত হওয়ার আগে ইজিপ্ট এয়ারের ভিতর আগুন লেগেছিল বলে দাবি করছে এভিয়েশন হেরাল্ডের প্রতিবেদন। এদিকে ধ্বংসাবশেষ অনুসন্ধানে কাজ করে যাচ্ছে উদ্ধারকর্মীরা। আরোহীদের মরদেহসহ বিমানের খন্ডিত বিভিন্ন অংশ ভেসে বেড়াচ্ছে সাগরে। দূর্ঘটনায় কোন সন্ত্রাসী গোষ্ঠি জড়িত কিনা তা জানতে যাত্রীদের তালিকা যাচাই এবং প্যারিস বিমানবন্দরের কর্মকর্তা কর্মচারীদের বিশেষ নজরদারিতে রাখছে তদন্তকারীরা। গেল বুধবার রাতে ৬৬ জন যাত্রী নিয়ে প্যারিস থেকে কায়রো যাওয়ার পথে ভূমধ্যসাগরের পূর্বাঞ্চলে নিখোঁজ হয়ে এইট-জিরো-ফোর ফ্লাইটটি।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি