ঢাকা, বুধবার   ৩০ এপ্রিল ২০২৫

বিশ্বব্যাপী মৃতের সংখ্যা আড়াই লাখ হতে চলেছে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৫৩, ৪ মে ২০২০

Ekushey Television Ltd.

বিশ্বব্যাপী জেঁকে বসা প্রাণঘাতি করোনায় মৃতের সংখ্যা আড়াই লাখ হতে চলেছে। আর সংক্রমণ ছাড়িয়েছে সাড়ে ৩৫ লাখের বেশি মানুষের দেহে। 

আজ সোমবার বাংলাদেশ সময় সকাল পর্যন্ত বিশ্বখ্যাত জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, মহামারি আকার ধারণ করা করোনা ২৪ ঘণ্টায় ৮২ হাজার ৩১৮ জনের দেহে শনাক্ত হয়েছে।  যার সংখ্যা বেড়ে ৩৫ লাখ ৬৩ হাজার ৬৮৯ জনে ঠেকেছে। মারা গেছেন নতুন করে ৩ হাজার ৪৮৩ জন। এ নিয়ে এখন পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে ২ লাখ ৪৮ হাজার ১৪৬ জনে ঠেকেছে। যদিও,  সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে বিশ্বের ১১ লাখ ৫৪ হাজার ১৪ জন মানুষ।

এর মধ্যে করোনা মরণ কামড় বসিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে। দেশটিতে এখন পর্যন্ত ১১ লাখ ৮৮ হাজার ১২২ জনের করোনা শনাক্ত হয়েছে। প্রাণহানি হয়েছে ৬৮ হাজার ৫৯৮ জনের। 

করোনার আরেক মৃত্যুপুরী ইউরোপে ধীরে ধীরে নিয়ন্ত্রণে আসতে শুরু করেছে ভাইরাসটির প্রকোপ। তারপরও প্রতিদিনই দীর্ঘ হচ্ছে লাশের সারি। যার শীর্ষে স্পেন। দেশটিতে এখন পর্যন্ত করোনা হানা দিয়েছে ২ লাখ প্রায় সাড়ে ৪৭ হাজারের বেশি মানুষের ওপর। যাতে প্রাণ হারিয়েছেন ২৫ হাজার ২৬৪ জন। লকডাউন চললেও ক্রমেই তা শিথিল করা হচ্ছে। 

অপরদিকে, আজ থেকে আংশিক শিথিলে থাকা ইতালিতে আক্রান্ত হয়েছেন ২ লাখ ১০ হাজার ৭১৭ জন। মৃত্যু হয়েছে ২৮ হাজার ৮৮৪ জনের। যা মৃত্যুর ঘটনায় দ্বিতীয় সর্বোচ্চ দেশ। 

প্রাণহানিতে তৃতীয় স্থানে থাকা যুক্তরাজ্যে মারা গেছেন ২৮ হাজার ৪৪৬ জন। আক্রান্ত ১ লাখ সাড়ে ৮৬ হাজার ছাড়িয়েছে। 

আবারও রেকর্ড সংখ্যক আক্রান্তের ঘটনা ঘটেছে বিশ্বের সর্ববৃহৎ রাষ্ট্র রাশিয়ায়। দেশটিতে গত ২৪ ঘণ্টায় প্রায় ১০ হাজার ৬৩৩ জন মানুষ করোনার শিকার হয়েছেন। এ নিয়ে সেখানে সংক্রমিতের সংখ্যা ১ লাখ ৩৪ হাজার ৬৮৭ জনে ঠেকেছে। মৃত্যু আরও ৫৮ জনের। এ নিয়ে প্রাণহানি ১ হাজার ২৮০ জনে ঠেকেছে। 
 
দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে নাজুক অবস্থা ভারতে। সংক্রমণ বহনকারীর সংখ্যা সাড়ে ৪২ হাজারে বেশি। মারা গেছেন এখন পর্যন্ত ১ হাজার ৩৯১ জন। 

আর বাংলাদেশে স্বাস্থ্য অধিদপ্তরের দেয়া তথ্যানুযায়ী গতকাল রোববার পর্যন্ত করোনার শিকার হয়েছেন ৯ হাজার ৪৫৫ জন। তাদের মধ্যে ১৭৭ জনের মৃত্যু হয়েছে। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ হাজার ৬৩ জন।
এআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি