বিশ্ব বর্ণবৈষম্য বিলোপ দিবস আজ
								একুশে টেলিভিশন
							
প্রকাশিত : ১১:৫৬, ২১ মার্চ ২০২০
				
					আজ ২১ মার্চ, শনিবার ‘বিশ্ব বর্ণবৈষম্য বিলোপ দিবস’। বিশ্বের অন্যান্য দেশের মতো নানা আয়োজনে বাংলাদেশেও দিবসটি পালিত হচ্ছে।
১৯৬০ সালের এই দিনে দক্ষিণ আফ্রিকার শার্পভিলে রাষ্ট্রের বর্ণবাদী আইন পাসের বিরুদ্ধে প্রতিবাদ মিছিলে পুলিশের গুলিতে নিহত হন ৬৯ জন। ওই বর্বর হত্যাকাণ্ডের দিনটিকেই ১৯৬৬ সালে আন্তর্জাতিক বর্ণবৈষম্য বিলোপ দিবস হিসেবে ঘোষণা করে জাতিসংঘ। এরপর থেকে প্রতিবছর বিশ্বজুড়ে দিবসটি পালিত হয়ে আসছে।
এসএ/
 
				        
				    









