ঢাকা, শুক্রবার   ০৪ জুলাই ২০২৫

বিয়ন্ড দ্য প্যানডেমিকের দ্বাদশ পর্ব আজ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:১৯, ২১ জুলাই ২০২০

Ekushey Television Ltd.

করোনাকালীন সংকট নিয়ে আওয়ামী লীগের বিশেষ ওয়েবিনার ‘বিয়ন্ড দ্য প্যানডেমিক’র দ্বাদশ পর্ব আজ মঙ্গলবার রাত সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে। 

পর্বটি আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবুক পেইজ https://www.facebook.com/awamileague.1949 ও অফিসিয়াল ইউটিউব চ্যানেলে https://www.youtube.com/user/myalbd সরাসরি প্রচারিত হবে। একই সঙ্গে দেখা যাবে বিজয় টিভি এবং সমকাল, ইত্তেফাক, ভোরের কাগজ, বাংলা নিউজ, যুগান্তর, জাগো নিউজ ২৪, বার্তা ২৪, সারা বাংলা ও বিডি নিউজের ফেসবুক পেইজে।

এবারের পর্বের আলোচনার বিষয় ‘করোনা সংকটকালে কৃষি ও খাদ্য নিরাপত্তা’। অনুষ্ঠানে দর্শকরা সরাসরি প্রশ্ন করতে পারবেন।

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার শাহ আলী ফরহাদের সঞ্চালনায় অনুষ্ঠানে আলোচক হিসেবে যুক্ত থাকবেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও ইমেরিটাস অধ্যাপক ড. এম এ সাত্তার মণ্ডল, বর্তমান উপাচার্য অধ্যাপক ড. লুৎফুল হাসান, বাংলাদেশ কৃষি অর্থনীতিবিদ সমিতির সভাপতি সাজ্জাদুল হাসান এবং আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী।
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি