ঢাকা, শুক্রবার   ২৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বেনজীর কোথায় সেই তথ্য নেই দুদকে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৫৬, ১ জুন ২০২৪ | আপডেট: ১৫:৫৪, ১ জুন ২০২৪

Ekushey Television Ltd.

সাবেক আইজিপি বেনজীর আহমেদ কোথায় আছেন তার তথ্য নেই দুদকের কাছে। তবে আগামী ৬ জুন তলবে হাজির না হলে পরবর্তী প্রক্রিয়া ও অনুসন্ধান চলবে বলে জানান দুদকের আইনজীবী খুরশীদ আলম খান। 

দুদক আইনে নজরবন্দী বা বিদেশ যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা চাওয়ার বিষয়টি থাকলেও সাবেক পুলিশ প্রধানের ক্ষেত্রে এখনও প্রয়োজন মনে করেনি অনুসন্ধান টিম- এমন মত তাঁর।

দুদকের অনুসন্ধানে পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজীর আহমেদ ও তার পরিবারের বিপুল সম্পদের তথ্য বেরিয়ে আসার পর থেকে তাকে নিয়ে দেশজুড়ে আলোচনা চলছে। দুর্নীতির জন্য তাকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানোর দাবি উঠছে বিভিন্ন মহল থেকে।

বেনজীর আহমেদ ও তার স্ত্রী-সন্তানদের নামে গোপালগঞ্জ, মাদারীপুর, ঢাকাসহ কয়েকটি জেলায় ৬২১ বিঘা জমি, ঢাকার গুলশানে ৪টি ফ্ল্যাট, ৩৩টি ব্যাংক হিসাব, ১৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও ৩টি বিও হিসাব  এবং ৩০ লাখ টাকার সঞ্চয়পত্রের সন্ধান পেয়েছে দুদক। 

দুদকের আবেদনে এসব সম্পদ জব্দ করার আদেশ দিয়েছেন আদালত। আগামী ৬ জুন বেনজীর আহমেদ ও ৯ জুন তার পরিবারকে তলব করেছে দুদক।

তলবের চিঠি বেনজীর আহমেদের বাসার দারোয়ান গ্রহণ করেছে বলে জানায় দুদক। তবে বেনজীর আহমেদ এখন কোথায় আছেন, সে বিষয়ে কোনো তথ্য নেই দুদকের কাছে। 

যদিও কোনো ব্যক্তিকে প্রয়োজনে নজরবন্দী কিংবা বিদেশ যাওয়া বন্ধ করতে আবেদন করতে পারে দুদক। 

দুর্নীতির দায়ে পিকে হালদারসহ অনেকেই পালিয়েছেন সেক্ষেত্রে প্রশাসনকে সতর্ক থাকার পরামর্শ সিনিয়র আইনজীবীর।

তবে সম্পদ ও একাউন্ট জব্দে দুদকের আবেদন এবং আদালতের আদেশের পর এখনও কোনো প্রতিক্রিয়া জানাননি সাবেক পুলিশপ্রধান। 

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি