ঢাকা, শুক্রবার   ১৬ মে ২০২৫

বৌদ্ধ বিহারে হামলার ৪ বছর উপলক্ষ্যে সমাবেশ ও মোমবাতি প্রজ্জ্বলন কর্মসুচী পালন

প্রকাশিত : ১৭:৫৫, ৩০ সেপ্টেম্বর ২০১৬ | আপডেট: ১৭:৫৫, ৩০ সেপ্টেম্বর ২০১৬

Ekushey Television Ltd.

কক্সবাজারের রামু, উখিয়া ও পটিয়াসহ বিভিন্নস্থানে বৌদ্ধ বিহারে হামলার ৪ বছর উপলক্ষ্যে চট্টগ্রামে সমাবেশ ও মোমবাতি প্রজ্জ্বলন কর্মসুচী পালন করেছে বাংলাদেশ বাঙ্গালী আদিবাসী বৌদ্ধ ইউনিয়ন। নগরীর শহীদ মিনার চত্বরে আয়োজিত কর্মসুচীতে বক্তারা অভিযোগ করেন, বৌদ্ধ বিহারে হামলার চার বছর পার হলেও ঘটনার সাথে জড়িতদের এখনো বিচার হয়নি। অবিলম্বে ঐ নৃশংস হামলায় জড়িতদের গ্রেফতার দাবী জানান তারা। সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের আহবায়ক প্রকৌশলী পুলক কান্তি বড়য়া, সরিৎ চৌধুরী সবুজসহ অন্যান্যরা। পরে মোমবাতি মিছিল বের করা হয়।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি