ঢাকা, বৃহস্পতিবার   ১৫ মে ২০২৫

ব্যাংকের অনীহা ও আমলাতন্ত্রিক জটিলতার কারণে দেশে নতুন ও ক্ষুদ্র উদ্যোক্তা তৈরি হচ্ছে না

প্রকাশিত : ০৯:৪৪, ১৯ জানুয়ারি ২০১৭ | আপডেট: ০৯:৪৪, ১৯ জানুয়ারি ২০১৭

Ekushey Television Ltd.

ব্যাংকের অনীহা ও আমলাতন্ত্রিক জটিলতার কারণে দেশে নতুন ও ক্ষুদ্র উদ্যোক্তা তৈরি হচ্ছে না বলে মনে করেন অর্থনীতিবিদ ও ব্যাংকাররা। দেশের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়ন এবং কর্মসংস্থানের স্বার্থে এসএমই, কৃষিসহ বিশেষ খাতে ঋণ দেয়ার তাগিদ তাদের। শিল্পায়নসহ সহ দেশের সার্বিক অর্থনৈতিক উন্নয়নে ব্যাংকের ভূমিকা গুরুত্বপূর্ণ। কিন্তু, কয়েক বছর ধরে ব্যাংকে পড়ে আছে হাজার হাজার কোটি অলস টাকা। বিশ্লেষকরা বলছেন, বড় বড় শিল্প প্রতিষ্ঠানে বিনিয়োগে ব্যাংকের আগ্রহ বেশি। দেশে এখন সেধরণের প্রতিষ্ঠান গড়ে না উঠা এবং ক্ষুদ্র উদ্যোক্তাদের ব্যাপারে ব্যাংকের আগ্রহ কম থাকায় অলস টাকা বাড়ছে। একইসাথে বাড়ছে শিক্ষিত বেকারের সংখ্যাও। তবে, কেউ কেউ বলছেন, কেবল ব্যাংকের অনীহাই নয়, উদ্যোক্তা তৈরি না হওয়ার পেছনে আরো কারণ রয়েছে। নতুন নতুন উদ্যোক্তা তৈরিতে ব্যাংকগুলোর মানসিকতার পরিবর্তনেরও পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি