
ইউরোপিয়ান পার্লামেন্টের ক্লিনার হিসেবে কাজ করতেন বেলজিয়ামের রাজধানী ব্রাসেলস হামলায় অংশ নেয়া হামলাকারী নাজিম লাশরাওয়ি।
নাজিম তার পরিচয় গোপন করে ২০০৯ ও ২০১০ সালের গ্রীষ্মের ছুটিতে কাজ করেছেন বলে জানায় ইউরোপিয়ান পার্লামেন্ট কর্তৃপক্ষ। নাজিম জাভেনতেম বিমানবন্দরে হামলাকারীদের একজন ছিলেন। তার বিরুদ্ধে গেলো নভেম্বরের প্যারিস হামলায় জড়িত থাকারও অভিযোগ আছে। গেলো ২২শে মার্চ ব্রাসেলসের বিমানবন্দর ও মেট্রো স্টেশনে আত্মঘাতী হামলায় ৩২ জন নিহত হয়। পরে এ হামলার দায় স্বীকার করে নেয় জঙ্গী গোষ্ঠি আইএস।