ঢাকা, শুক্রবার   ০৪ জুলাই ২০২৫

ব্লু হোয়েল বন্ধের নির্দেশনা চেয়ে রিট

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৩০, ১৫ অক্টোবর ২০১৭

Ekushey Television Ltd.

বিশ্বব্যাপী আলোচিত গেম ব্লু হোয়েল বাংলাদেশে বন্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করেছেন তিন আইনজীবী। আত্মহত্যার প্ররোচনা রয়েছে-এমন অভিযোগ এনে আজ সকালে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি দায়ের করা হয়। তিন আইনজীবীর পক্ষে রিটটি দায়ের করেছেন অ্যাডভোকেট হুমায়ুন কবীর পল্লব।

হাইকোর্টের একটি দ্বেত বৈঞ্চে এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হতে পারে। তবে কবে শুনানি অনুষ্ঠিত হবে সে বিষয়ে কিছু জানা যায়নি।

সারা বিশ্বে আলোড়ন সৃষ্টিকারী গেম ব্লু হোয়েল নিয়ে বাংলাদেশে ব্যাপক আলোচনা হচ্ছে। ব্লু হোয়েল গেমের আত্মহত্যার ধারণাটি বর্তমানে দাবানলের মতো ছড়িয়ে পড়ছে। বিভিন্ন আত্মহত্যার ঘটনায় তাই ব্লু হোয়েলের সম্পৃক্ততা খোঁজা হচ্ছে। কিন্তু আত্মহত্যার এই গল্পগুলোর সঙ্গে ব্লু হোয়েল গেমের সম্পৃক্ততা কতটুকু? আদৌও কি ব্লু হোয়েল গেমের কোনো অস্তিত্ব আছে? বাস্তবে ব্লু হোয়েল গেমের অস্তিত্ব পাওয়া কঠিন।

 

/এমআর/এআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি