ঢাকা, বৃহস্পতিবার   ০১ মে ২০২৫

ভরা মৌসুমেও দেখা নেই ইলিশের

প্রকাশিত : ১০:৫৫, ২৩ জুন ২০১৬ | আপডেট: ১০:৫৫, ২৩ জুন ২০১৬

Ekushey Television Ltd.

ভরা মৌসুমেও দেখা নেই ইলিশের। কর্মহীন অলস সময় পার করছেন পটুয়াখালীর মৎস্যবন্দর আলিপুর-মহিপুরের জেলেসহ এ ব্যবসার সাথে জড়িত প্রায় ৫০ হাজার মানুষ। একই সাথে মাছ ধরার সময় জলদস্যূ আতংক আর মহাজনের দাদন শোধ নিয়ে বিপাকে পড়েছেন উপকূলের জেলেরা। বৈশাখ থেকে ইলিশ ধরার মৌসুম শুরু হয়ে চলে কার্তিক মাস পর্যন্ত। এ বছরে এখনও দেখা নেই রুপালী মাছটির। জেলে পরিবারগুলোতে চলছে চরম দুর্দিন। আশায় বুক বেঁধে মাছ শিকারে গেলেও ফিরতে হচ্ছে খালি হাতে। কাজ না থাকায় অলস সময় পার করছেন কেউ কেউ। যারা বা সাগরে যাচ্ছেন তারা রয়েছেন জলদস্যু আতংকে। ব্যবসায়ীরা জানান গত ১০ বছরেও এমন মাছ শুন্য হয়নি মহিপুর বন্দর। এদিকে বাজারে ইলিশের সরবরাহ না থাকায় এর স্বাদ থেকে বঞ্চিত হচ্ছেন ভোক্তারা জলবায়ু পরিবর্তনে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পাওয়ায় ইলিশ তার প্রজনন পরিবেশ হারাচ্ছে বলে মনে করেন বিশেষজ্ঞ।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি