ঢাকা, মঙ্গলবার   ১৩ মে ২০২৫

ভারতে বিএনপি নেতা সালাহউদ্দিনের মামলার রায় আজ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:১০, ২৮ সেপ্টেম্বর ২০১৮ | আপডেট: ১৯:৩৮, ২৯ সেপ্টেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

ভারতে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের বিরুদ্ধে দায়ের করা মামলায় শিলংয়ের আদালতে রায় ঘোষণা হতে পারে আজ শুক্রবার। এর আগে এক দফা রায়ের তারিখ পেছান হয়েছিল।

জানা যায়, গত ২৫ জুন উভয়পক্ষের যুক্তিতর্ক শেষে আদালত ১৩ আগস্ট রায়ের তারিখ ঘোষণা করলেও পরে তা পিছিয়ে ২৮ সেপ্টেম্বের দিন ঠিক করা হয়।

মামলার নথি থেকে জানা যায়, ১৯৪৬ সালের ১৪ ধারা অনুযায়ী, অবৈধ অনুপ্রবেশ আইনে করা মামলায় ২০১৫ সালের ২২ জুলাই আদালতে অভিযোগপত্র দেয় দেশটির শিলং পুলিশ। অভিযোগপত্রে বলা হয়, বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের শিলংয়ে আকস্মিক উপস্থিতি উদ্দেশ্যপ্রণোদিত। বাংলাদেশে বেশ কয়েকটি অভিযোগের বিচার এড়াতে তিনি ভারতে এসেছেন। অভিযোগ প্রমাণিত হলে পাঁচ বছরের সাজা হতে পারে তার।

তবে সালাহউদ্দিন আহমেদের আইনজীবী এসপি মোহন্ত জানান, বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদ কীভাবে ভারতে এসেছেন তা আদালতে উপস্থাপন করা হয়েছে। তাকে কে বা কারা বাংলাদেশ থেকে তুলে নিয়েছিল, এমন খবর বাংলাদেশের সংবাদপত্রে রয়েছে। তাই এ মামলায় সালাহউদ্দিন আহমেদ খালাস পাবেন বলে মনে করেন তার আইনজীবী।

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি