ঢাকা, শুক্রবার   ০৯ মে ২০২৫

ভুল চিকিৎসায় মুত্যৃ পথযাত্রী সিরাজগঞ্জের মনিরুল

প্রকাশিত : ১৪:৪৮, ১১ আগস্ট ২০১৬ | আপডেট: ১৪:৪৮, ১১ আগস্ট ২০১৬

Ekushey Television Ltd.

অন্ত্রে ছিদ্রের ব্যাথার ভুল চিকিৎসায় এখন মুত্যৃ পথযাত্রী সিরাজগঞ্জের যুবক মনিরুল ইসলাম। রাজমিস্ত্রি দরিদ্র এ যুবককে বেলকুচির বিসমিল্লাহ আধুনিক হাসপাতালে ভর্তির পর চিকিৎসকরা ভুল করে অ্যাপেনডিক্স অপারেশন করে। এতে তার দ্রুত অবস্থার অবনতি হয়। পরে স্থানীয় কোনো হাসপাতালই তার চিকিৎসায় রাজী না হওয়ায়, মৃত্যু যন্ত্রনা নিয়ে বাড়ীর বিছানায় কাতরাচ্ছে মনিরুল। কঙ্কাল, হাড্ডিসার শরীরের খোলা পেট দিয়েই বের করতে হচ্ছে মল। এরপরও থেমে নেই হতভাগ্য মনিরুলের বাঁচার আকুতি। স্বজনদের অভিযোগ, প্রয়োজন না থাকলেও ভুল করে মনিরুলের অ্যাপেনডিক্স অপারেশন করেন বিসমিল্লাহ আধুনিক হাসপাতালের ডাঃ বিপ্লব, ডাঃ জিন্নাহ ও হাসপাতালের পরিচালক আব্দুর রহমানসহ ৪ জন। অপারেশনের পর ইনফেকশন হলে তাকে কৌশলে হাসপাতাল থেকে বিদায় করা হয়। এরপর মরনাপন্ন মনিরুলকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখান থেকে ফিরিয়ে দেয়া হয় তাকে। বাড়ির বিছানায় পড়ে থাকা সন্তানের এমন অবস্থায় নির্বাক হয়ে গেছেন মনিরুলের মা। পরিবারের সদস্যরা বিচার চাইছেন, অভিযুক্ত ডাক্তারদের। ভুল চিকিৎসা করা হয়নি বলে দাবি বিসমিল্লাহ আধুনিক হাসপাতালের পরিচালকের। প্রমাণ পেলে হাসপাতালটির বিরুদ্ধে ব্যবস্থা নেবার আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার। মনিরুলের সুচিকিৎসার পাশাপাশি দোষীদের শাস্তির দাবি পরিবার ও এলাকাবাসীর।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি