ঢাকা, বুধবার   ০৭ জানুয়ারি ২০২৬

ভূমিকম্পে আহতদের সর্বোচ্চ চিকিৎসার নির্দেশ স্বাস্থ্য উপদেষ্টার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৩৯, ২১ নভেম্বর ২০২৫

Ekushey Television Ltd.

ভূমিকম্পে আহতদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করতে সব হাসপাতালে নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা নূরজাহান বেগম।

শুক্রবার (২১ নভেম্বর) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে গিয়ে আহতদের চিকিৎসার খোঁজ নেন তিনি।

ঢামেক হাসপাতাল পরিদর্শক শেষে সাংবাদিকদের তিনি বলেন, ভূমিকম্পে আতঙ্কিত হয়ে শিশু ও নারীসহ অনেকেই আহত হয়েছেন এবং সবার সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করছে সরকার।

তিনি বলেন, দুপুর ২টা পর্যন্ত ঢাকা মেডিকেলে ৩৯ জন চিকিৎসা নিয়েছেন। আর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে তিনজনের মৃত্যু হয়েছে।

এদিকে, জুমার নামাজের আগ পর্যন্ত স্বাস্থ্য অধিদপ্তর জানায়, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে নিহত তিনজনের একজন প্রতিষ্ঠানটির দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী রাফিউল ইসলাম। সেখানে আহত দশজন চিকিৎসাধীন।

এমআর// 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি