ঢাকা, বুধবার   ১৪ মে ২০২৫

‘ভোটাধিকার প্রয়োগে বাধা দিলে কঠোর ব্যবস্থা’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:১৩, ২৮ ডিসেম্বর ২০১৮ | আপডেট: ১৫:২১, ২৮ ডিসেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

র‍্যাব মহাপরিচালক বেনজীর আহমেদ বলেছেন, ‘নির্বাচন এলেই একশ্রেণির সন্ত্রাসী গোষ্ঠী হামলা চালায় ও ভয়ভীতি দেখায় ভোট না দেয়ার জন্য। কিন্তু ভোটাধিকার প্রত্যেকের সাংবিধানিক অধিকার। এ ভোটাধিকার প্রয়োগে যারাই বাধা দেবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।’
আজ শুক্রবার ঠাকুরগাঁওয়ে ধর্মীয় সম্প্রীতি সমাবেশে তিনি এ কথা বলেন।
র‍্যাব মহাপরিচালক বলেন, ‘ভোটকেন্দ্রে কেউ যদি অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করে তবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে আইনশৃঙ্খলা বাহিনী।’
তিনি আরও বলেন, ‘সংখ্যালঘুসহ সারা দেশে ভোটাররা যাতে নিবিঘ্নে ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিতে পারে, তার সার্বিক ব্যবস্থা নিয়েছে র‍্যাব।’
এস এ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি