ঢাকা, শুক্রবার   ২৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ভয়াবহ ভূমিকম্পের এক বছর পরও থামেনি হিমালয় কন্যার কান্না

প্রকাশিত : ০৯:৩১, ২৫ এপ্রিল ২০১৬ | আপডেট: ০৯:৩১, ২৫ এপ্রিল ২০১৬

Ekushey Television Ltd.

ভয়াবহ ভূমিকম্পের এক বছর পরও থামেনি হিমালয় কন্যার কান্না। ভূমিকম্পের ধকল কাটিয়ে উঠতে পারেনি নেপাল। স্বাভাবিক হয়নি জীবনযাত্রা, বিপর্যস্ত পর্যটন শিল্প। আর চোখের জলে নিহতদের স্মরণ করছে নেপালবাসী। ২০১৫ সালের ২৫শে এপ্রিল। মাত্র কয়েক সেকেন্ডের ভূমিকম্প লন্ডভন্ড করে দেয় হিমালয় কন্যাকে। ক্ষণিকের ব্যবধানে জীবন আর মৃত্যুর মাঝে পড়ে বিভেদের রেখা। প্রাণ হারায় ৯ হাজারের বেশি মানুষ। আহত হয় ২০ হাজারের বেশি। ভয়াবহ এই ধ্বংসযজ্ঞের এক বছর পার হলেও প্রিয়জনকে হারানোর কষ্ট এতটুকু কমেনি। পাহাড়ী গ্রামগুলোতে আজও থেমে থেমে চলে কান্নার রোল। এখনও লাখ লাখ মানুষ গৃহহীন। স্কুল-কলেজ থেকে শুরু করে সরকারি ভবন পুনঃনির্মাণের কাজও শেষ হয়নি। ঘুরে দাঁড়াতে পারেনি পর্যটন শিল্প। ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ৬শ’র বেশি ঐতিহাসিক স্থাপনা এখনও পুণঃনির্মাণ সম্ভব হয়নি। এ’সব নিয়ে অভিযোগের তীর সরকারের দিকে। এত সব অব্যবস্থাপনার পরও নিহতদের স্মরণে আয়োজনের কমতি নেই নেপালবাসীর।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি