ঢাকা, রবিবার   ২৭ এপ্রিল ২০২৫

মনোনয়নপত্র নিলেন আতিক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৫৩, ৩০ ডিসেম্বর ২০১৯ | আপডেট: ১৪:৫৩, ৩০ ডিসেম্বর ২০১৯

Ekushey Television Ltd.

ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নির্বাচনে মেয়র পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন আওয়ামী লীগের প্রার্থী আতিকুল ইসলাম।

সোমবার দুপুর সাড়ে ১২টায় রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত ইটিআই ভবনে ডিএনসিসির রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে তার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন নির্বাচন কমিশনের সাবেক যুগ্ম সচিব বিশ্বাস লুৎফর রহমান।

মেয়র প্রার্থী আতিকুল ইসলামের নির্বাচন বিষয়ক উপদষ্টা লুৎফর বিশ্বাস বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে মনোনয়নপত্র সংগ্রহ করা আতিকুলের আজই মেয়র পদ থেকে পদত্যাগ করার কথা রয়েছে।

রোববার ঢাকা উত্তর সিটি নির্বাচনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন পান মেয়র আতিকুল। যিনি এক বছর আগে অনুষ্ঠিত উপনির্বাচনে বিপুল ভোটে জয়ী হন।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি