ঢাকা, রবিবার   ১৩ জুলাই ২০২৫

মনোনয়ন বঞ্চিত হচ্ছেন মায়া

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৪১, ৭ ডিসেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন বঞ্চিত হচ্ছেন মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম।
চাঁদপুর- ২ আসন থেকে মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া এবার আওয়ামী লীগের প্রার্থী তালিকায় ছিলেন। সেই আসনেই মায়ার সঙ্গে মনোনয়ন পেয়েছিলেন নুরুল আমিন।

চূড়ান্ত তালিকায় চাঁদপুর-২ আসনে নুরুল আমিনকে মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ। ফলে মনোনয়ন বঞ্চিতই থাকছেন মায়া চৌধুরী।

উল্লেখ্য, দলটি যে ১৭টি আসনে একাধিক প্রার্থীকে মনোনয়ন ফরম দেয়া হয়েছিল, সেগুলোর অধিকাংশেই একক প্রার্থী ঘোষণা করা হয়েছে আজ। যাদের নাম নেই তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নিতে নির্দেশ দিয়েছে হাইকমান্ড।

সে নির্দেশনা অনুযায়ী মায়া মনোনয়ন বঞ্চিত হচ্ছেন।
এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি