মর্গের এসি-ফ্রিজ মেরামতের নির্দেশ
প্রকাশিত : ২৩:১০, ২৪ জুলাই ২০১৭ | আপডেট: ১৩:৩৯, ২৫ জুলাই ২০১৭

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালসহ সরকারি হাসপাতালগুলোর মর্গের অকেজো ফ্রিজার ও এয়ার কন্ডিশনার দ্রুত মেরামত বা বদলে ফেলতে নির্দেশ দিয়েছে হাই কোর্ট। জনস্বার্থে করা এক রিট আবেদনের শুনানি নিয়ে বিচারপতি কাজী মো. রেজা-উল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লার হাই কোর্ট বেঞ্চ সোমবার রুলসহ এ আদেশ দেয়।
অকেজো বা নষ্ট ফ্রিজার ও এয়ার কন্ডিশনার মেরামত বা বদলে ফেলতে কী পদক্ষেপ নেওয়া হয়েছে তা আদেশ পাওয়ার ৬০ দিনের মধ্যে প্রতিবেদন আকারে জানাতে নির্দেশ দিয়েছে আদালত।
এবিষয়ে ৬০ দিনের মধ্যে অগ্রগতির প্রতিবেদন দিতে স্বাস্থ্য সচিব, শিক্ষা সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ও স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের পরিচালককে নির্দেশ দেওয়া হয়েছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গের অকেজো ফ্রিজ ও এয়ার কন্ডিশনার নিয়ে গণমাধ্যমের প্রতিবেদন যুক্ত করে রোববার জাস্টিস ওয়াচ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মাহফুজুর রহমান মিলন রিট আবেদনটি করেন।
আবেদনের পক্ষে আদালতের শুনানি করেন মাহফুজুর রহমান মিলন নিজেই। তার সঙ্গে ছিলেন ব্যারিস্টার আমিনুল হক ও সাইফুল ইসলাম; রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তাপস কুমার বিশ্বাস।
আরকে/ডব্লিউএন
আরও পড়ুন