ঢাকা, বুধবার   ৩০ এপ্রিল ২০২৫

মাগুরায় নির্যাতনের শিকার গৃহবধকে উদ্ধার

প্রকাশিত : ১৮:৩৬, ২ জুন ২০১৬ | আপডেট: ১৮:৩৬, ২ জুন ২০১৬

Ekushey Television Ltd.

মাগুরার বরই গ্রামে পারিবারিক নির্যাতনের শিকার গৃহবধূ মাহফুজা খাতুনকে উদ্ধার করেছে পুলিশ। তাকে শেকল দিয়ে বেধে রাখা হয়। মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজমল হুদা জানান, বুধবার সাংবাদিকদের দেয়া তথ্যের ভিত্তিতে বরই পশ্চিম পাড়া গ্রামে যেয়ে পুলিশ মাহফুজা বেগমের পায়ে বাধা শেকল ভাঙ্গেন। পরে তাকে পুলিশ হেফাজতে নেয়া হয়। এ ঘটনায় শ্বাশুড়ী কমলা বেগমকে আটক করা হয়েছে। নির্যাতিতা মাহফুজা খাতুন জানান, আত্মীয়দের মধ্যে প্রেমের সর্ম্পককে কেন্দ্র করে স্বামী শুকুর শেখসহ পরিবারের সদস্যরা তাকে মারধর করে পায়ে শেকল দিয়ে বেধে রাখে।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি