মাজার জিয়ারত করতে প্রতিদিন সিলেটে আসেন অসংখ্য পর্যটক
প্রকাশিত : ১১:১৯, ২১ জানুয়ারি ২০১৭ | আপডেট: ১১:১৯, ২১ জানুয়ারি ২০১৭
সিলেটের পর্যটনকে আরো সমৃদ্ধ করেছে হযরত শাহ জালাল রহমাতুল্লাহি আলাইহির মাজার। মুসলিম এই সাধকের মাজার জিয়ারত করতে প্রতিদিন সিলেটে আসেন অসংখ্য পর্যটক। এক্ষেত্রে ধর্ম কিংবা নারী পুরুষের ভেদাভেদও তেমন চোখে পড়ে না।
১২৭১ খ্রিষ্টাব্দে তুরস্কে জন্মগ্রহণ করেন হজরত শাহ জালাল রহমাতুল্লাহি আলাইহি। ভারতীয় উপমহাদেশের বিখ্যাত এই সুফি সাধক ১৩০৩ সালে ইসলাম ধর্ম প্রচারের জন্য সিলেট অঞ্চলে আসেন। ওই সময়ের অত্যাচারি রাজা গৌড়-গোবিন্দকে পরাজিত করে শান্তি স্থাপন করেন তিনি। তার উদার মনোভাবের কারণে ইসলাম ধর্ম ওই এলাকায় দ্রুত প্রসার লাভ করে। ১৩৪১ খ্রিস্টাব্দে ইন্তেকাল করলে সিলেটেই সমাহিত করা হয় তাকে। তার সমাধিস্থল ঘিরে গড়ে ওঠে মাজার, যা হজরত শাহ জালাল রহমাতুল্লাহি আলাইহির মাজার নামে পরিচিত। প্রতিদিন অসংখ্য নারী পুরুষ আসেন মাজার জিয়ারত করতে।
দিল্লি হয়ে সিলেট আসার সময় হজরত নিজামুদ্দিন আউলিয়ার দেয়া এক জোড়া কবুতর সঙ্গে এনেছিলেন হজরত শাহ জালাল রহমাতুল্লাহি আলাইহি। সেই কবুতরের প্রজাতি এখনো রয়েছে মাজারে।
মাজার চত্বরের উত্তর দিকে রয়েছে গজার মাছের পুকুর। দর্শনার্থীদের অনেকে ভিড় করেন সেখানেও।
পর্যটক-দর্শনার্থীরা বললেন, পবিত্র এই স্থান মনোজগতে এনে দেয় প্রশান্তির পরশ।
আরও পড়ুন