ঢাকা, বৃহস্পতিবার   ১৫ মে ২০২৫

মাতৃভাষায় শিক্ষা কার্যক্রম ব্যাপক সাড়া ফেলেছে আদিবাসী শিশুদের মধ্যে

প্রকাশিত : ১২:৪৮, ২৭ ফেব্রুয়ারি ২০১৭ | আপডেট: ১২:৪৮, ২৭ ফেব্রুয়ারি ২০১৭

Ekushey Television Ltd.

মাতৃভাষায় শিক্ষা কার্যক্রম ব্যাপক সাড়া ফেলেছে পার্বত্য এলাকার আদিবাসী শিশুদের মধ্যে। প্রথম দফায় এ’ বছর ৫টি ক্ষুদ্র-নৃগোষ্ঠীর মাতৃভাষায় প্রাথমিক স্তরে পাঠ্যপুস্তক দিয়েছে সরকার। আগামীতে আরো দুই ধাপে কার্যক্রম সম্প্রসারণ করা হবে। মাতৃভাষায় লেখাপড়া করতে পারায় উপকৃত হচ্ছে শিক্ষার্থীরা, পাশাপাশি সংরক্ষণ হচ্ছে আদিবাসী ভাষাও। প্রথমবারের মতো এ’বছর প্রাথমিক স্তরে আদিবাসীদের মাতৃভাষায় পাঠ্যপুস্তক প্রণয়ন করে সরকার। প্রথম দফায় বই দেয়া হয় চাকমা, মারমা, ত্রিপুরা, গারো ও সমতলের সাদরি ভাষায়। ক্ষুদ্র-নৃ গোষ্ঠীগুলোর শিক্ষা ব্যবস্থার উন্নয়নে এ’ পদক্ষেপ ব্যাপক সাড়া ফেলেছে পার্বত্য জনপদে। খাগড়াছড়ির জাদুরামপাড়া, ঠাকুরছড়া, পেরাছড়াসহ বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ে নিজস্ব বর্ণমালায় লেখাপড়া করছে শিক্ষার্থীরা। সংশ্লিষ্টরা বলছেন, প্রাথমিক পর্যায়ে আদিবাসীদের মাতৃভাষায় শিক্ষা কার্যক্রমের উদ্যোগ সফলতার মুখ দেখেছে। দ্বিতীয় ধাপে মণিপুরী, তঞ্চঙ্গা, খাসি ও বম এবং তৃতীয় ধাপে কোচ, কুড়–ক, হাজং, রাখাইন, খুমি ও খ্যাং ভাষায় পাঠ্যপুস্তক চালুর কথা বলা হয়েছে। আদিবাসীদের শিক্ষার মানোন্নয়নের পাশাপাশি বর্ণমালা সংরক্ষণের এ’ পদক্ষেপকে স্বাগত জানিয়েছে সবাই।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি