মাদকের বিরুদ্ধে গণ সচেতনতা সৃষ্টি করতে শিক্ষার্থীদের মানববন্ধন
প্রকাশিত : ১৮:০৭, ৩১ জানুয়ারি ২০১৭ | আপডেট: ১৮:০৭, ৩১ জানুয়ারি ২০১৭
মাদকের বিরুদ্ধে গণ সচেতনতা সৃষ্টি করতে চট্টগ্রামে মানববন্ধন করেছে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
মঙ্গলবার সকালে নগরীর কাজেম আলী উচ্চ বিদ্যালয়ের সামনে মানববন্ধন কর্মসুচী পালন করা হয়। ‘মাদক নয়, মাদক মুক্ত সমাজ চাই’ শ্লোগানে শিক্ষার্থীদের নিয়ে মানববন্ধন কর্মসূচীর আয়োজন করে মাদক নিয়ন্ত্রণ অধিদফতর ও জেলা প্রশাসন। এসময় বক্তারা মাদকের বিরুদ্ধে এলাকায় এলাকায় গণ সচেতনতা সৃষ্টির পাশাপাশি আইনশৃংখলা বাহিনীর সদস্যদের কার্যকর ভূমিকা রাখার দাবি জানান।
আরও পড়ুন