ঢাকা, রবিবার   ০৪ মে ২০২৫

‘মানবিক করিডর’ প্রসঙ্গ খোলাসা করছে না সরকার:  রিজভী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৩৭, ৪ মে ২০২৫ | আপডেট: ১৫:৪০, ৪ মে ২০২৫

Ekushey Television Ltd.

মিয়ানমারের রাখাইনে ‘মানবিক করিডর’ প্রসঙ্গ আন্তর্বর্তী সরকার  খোলাসা করছে না বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

রোববার (৪ মে) জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশে তিনি এ কথা বলেন।

রিজভী অভিযোগ করে করেন, অনির্বাচিত বলেই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে কানামাছি খেলছে সরকার। অনির্বাচিত বলেই তারা মানবিক করিডর প্রসঙ্গে খোলাসা করছে না। এতে জনমনে সন্দেহ জেগেছে। জাতীয় নির্বাচনের রোডম্যাপ নিয়ে ইউনূস সরকার তালবাহানা করছে।
 
একই অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেন, নির্বাচন বিলম্বিত হলে ফ্যাসিবাদ শক্তি ষড়যন্ত্র করতে সুযোগ পাবে। তাই দ্রুত নির্বাচনের দিনক্ষণ দিতে সরকারের প্রতি আহ্বান জানাই।
 
এদিকে, বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে জাতীয় প্রেসে ক্লাবে সম্পাদক পরিষদ আয়োজিত আলোচনা সভায় মির্জা ফখরুল বলেন, বাক স্বাধীনতায় বিশ্বাসী বিএনপি। তিনি দাবি করেন, বাকশাল আমলে বন্ধ হওয়া সব গণমাধ্যম খুলে দিয়েছিলেন সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান।
 
এছাড়া সকালে বিএনপির চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে দলটির নেতাদের সঙ্গে বৈঠক করেন রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার গ্রিগোরিভিচ খোজিন। এসময় বিএনপি মহাসচিবসহ দলটির সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন।
 
পরে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, সব দেশ বাংলাদেশে নির্বাচিত সরকার দেখতে চায়। দক্ষিণ এশিয়ায় নিরাপত্তাহীনতা রাশিয়া দেখতে চায় না বলেও জানান তিনি।
  
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্প নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করতে চায় রাশিয়া, প্রয়োজন হলে সময় কিছুটা বাড়ানো যেতে পারে বলেও রাশিয়া রাষ্ট্রদূত আশ্বস্ত করেছে বলেও জানান বিএনপি নেতা আমির খসরু।

এমবি//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি