ঢাকা, বুধবার   ০৯ জুলাই ২০২৫

পুলিশের কাছে প্রশ্ন হাছান মাহমুদের

মামলার আসামী হয়ে কিভাবে সংবাদ সম্মেলন করেন রিজভী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৪৮, ১৮ নভেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

 

পুলিশকে ঘেরাও করে মারধর ও গাড়িতে আগুনের কয়েকটি মামলার আসামী বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহম্মেদ কিভাবে দলীয় কার্যালয়ে বসে সংবাদ সম্মেলন করেন জানতে চেয়েছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক  ড. হাছান মাহমুদ এমপি। 

 আজ রোববার দুপুরে ধানমন্ডীস্থ আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে বিএনপি নেতা রিজভী আহম্মেদের সাম্প্রতিক বক্তব্যের প্রতিক্রিয়া জানাতে দলের পক্ষ থেকে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

বিএনপি প্রতিনিয়ত নির্বাচনী আচরণ বিধি লঙ্গণ করছে জানিয়ে ড. হাছান মাহমুদ বলেন, “যারা প্রতিনিয়ত আচরণ বিধির কথা বলেন, তারা নিজেদের কার্যালয়ের সামনে হাজার হাজার লাঠি আর বাশ দিয়ে যেভাবে নির্বাচনী ফরম সংগ্রহ করতে গিয়েছেন এটা আচরণ বিধির কোথায় আছে?

“পুলিশকে ঘেরাও করে মারধর, কিলঘুষি মেরে পুলিশ ও র‌্যাবের গাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে, সেখানে আচরণ বিধির ১১, ১৮ সুস্পষ্ট লঙ্গিত হয়েছে। আর এই ঘটনায় পুলিশ তিনটি মামলা করেছে, যেখানে পল্টন থানার মামলা নং ২১ এবং ২২ এ রিজভী আসামী। পল্টন থানার মামলা নম্ভর ২৩ এর ২৮ নং আসামিও হচ্ছে রিজভী আহম্মেদ।”

পুলিশের কাছে প্রশ্ন নির্বাচন আচরণ বিধি লঙ্গন করে তারা যে হাঙ্গামা সৃষ্টি করেছে, সেখানে যিনি মামলার ২ নম্বর আসামী কার্যালয়ে বসে কিভাবে অন্য দলের বিরুদ্ধে  মিথ্যাচার করেন, বিশোধগার করেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের আওয়ামী লীগের সাংস্কৃতি বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক সামসুন্নাহার চাপা, উপ প্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিন, উপ দপ্তর সম্পাদক ব‌্যরিষ্টার বিপ্লব বড়ুয়া প্রমুখ।

 

 টিআর/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি