ঢাকা, রবিবার   ১৩ জুলাই ২০২৫

মাশরাফির জন্য সরে দাঁড়ালেন জাপা প্রার্থী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৫০, ১৯ ডিসেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাকে সমর্থন জানিয়ে নড়াইল-২ আসনে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জাতীয় পার্টির প্রার্থী অ্যাডভোকেট মো. ফায়েকুজ্জামান ফিরোজ।         
 
বুধবার বিকেলে শহরের বঙ্গবন্ধু চত্বরের যৌথ সভায় জেলা জাতীয় পার্টি এ সিদ্ধান্ত নেয়। জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোসসহ আওয়ামী লীগ নেতাকর্মীরা ফুলের তোড়া দিয়ে জাতীয় পার্টির প্রার্থী খন্দকার ফায়েকুজ্জামান ফিরোজ ও জাতীয় পার্টির নেতাকর্মীদের শুভেচ্ছা জানান।

খন্দকার ফায়েকুজ্জামান ফিরোজ বলেন, মাশরাফি বিন মর্তুজা নড়াইল তথা পুরো দেশের সম্পদ। তাই মাশরাফির সম্মানে তাকে সমর্থন জানিয়ে আমি সরে দাঁড়ালাম। নির্বাচনে মাশরাফিকে ভোট দিয়ে জয়ী করব।        

এ সময় জেলা আওয়ামী লীগের সভাপতি সুবাস চন্দ্র বোস, সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন খান নিলু, জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট সোহরাব হোসেন বিশ্বাস, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পৌর মেয়র মো. জাহাঙ্গীর বিশ্বাসসহ জেলা আওয়ামী লীগ ও জাতীয় পার্টির বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।  

এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি