মা ইলিশ ধরার নিষেধাজ্ঞা শেষ হলো
প্রকাশিত : ১১:৩৯, ২ নভেম্বর ২০১৬ | আপডেট: ১৩:১৫, ২ নভেম্বর ২০১৬
শেষ হলো এবছরের মা ইলিশ ধরার নিষেধাজ্ঞা। গেলো বছর প্রজনন মৌসুমে ১৫ দিন ইলিশ ধরা বন্ধ থাকলেও এবছর তা বাড়িয়ে করা হয় ২২দিন। এবছরের কার্যক্রমে ব্যাপকভাবে সাড়া দিয়েছে মৎসজীবিরা। আর তাই সব মিলিয়ে সরকার ইলিশ রক্ষা উদ্যোগে শতভাগ সফল এমন দাবি করে আগামী বছরও পর্যাপ্ত ইলিশ পাওয়ায় আশাবাদী মৎস বিভাগ।
এবছর জেলেদের জালে ধরা পড়ে ঝাঁকে ঝাঁকে ইলিশ। আগস্ট- সেপ্টেম্বরে মাছের বাজার পুরোটাই দখল থাকে ইলিশ মাছে।
এর আগে জাটকা নিধন আর মা ইলিশ ধরার কারনে নদনদী থেকে প্রায় হারিয়ে যাওয়ার পথে ছিলো সুস্বাদু এই মাছ। পরে মাছ রক্ষায় ২০০৮ সাল থেকে জাটকা নিধন ও প্রজনন মৌসুমে মা ইলিশ ধরা বন্ধ কার্যক্রম শুরু করে মৎস বিভাগ। শুরুতে এ কার্যক্রম খুব একটা ফলপ্রসু না হলেও, প্রচার প্রচারনা, জেলেদের ভাতা প্রদান ও ভ্রাম্যমান আদালতের কার্যক্রম পরিচালনার কারনে নদী আবারো ভরে উঠে ইলিশে।
৭ বছরে ইলিশ উৎপাদন বেড়েছে দেড় লাখ টন।
এবছরও ইলিশ ধরায় নিষেধাজ্ঞায় সতস্ফূর্ত সাড়া দেয় ক্রেতা-বিক্রেতা, জেলে ও আড়তদাররা। নিষেধাজ্ঞাকালীন সময়ে সহায়তা না পাওয়া, আর জেল জরিমানার ঘটনা থাকলেও ইলিশের উৎপাদন বাড়ায় সরকারের এই কর্মসূচীকে ইতিবাচক হিসেবে দেখছে সংশ্লিষ্টরা।
ইলিশ সংরক্ষণে সরকার শতভাগ সফল এমন দাবি করে, আগামীতে তালিকা করে নির্ধারিত সময়ে জেলেদের সহায়তা দেয়ার আশ্বাস দিয়েছেন মৎস অধিদপ্তরের এই কর্মকর্তা।
একই সাথে দেশের স্বার্থে আগামীতেও রুপালী এই মৎস সম্পদ রক্ষায় মৎসজীবিদের সহযোগীতা কামনা করেছে মৎস বিভাগ।
আরও পড়ুন