ঢাকা, রবিবার   ২৭ এপ্রিল ২০২৫

মিরপুর বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত কমিটি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৫৭, ১২ মার্চ ২০১৮

Ekushey Television Ltd.

রাজধানীর মিরপুর ১২ নম্বরে ইয়াসিন আলী মোল্লা বস্তিতে লাগা ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী ৭ কার্য দিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আজ সোমবার সকালে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদফতরের পরিচালক (অপারেশন অ্যান্ড মেইটেন্যান্স) মেজর এ কে এম শাকিল নেওয়াজ সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে আজ সকালে মিরপুর ১২ নম্বর সেকশনের ইয়াসিন আলী মোল্লার বস্তির আগুন লাগে। স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীরা তিন ঘণ্টারও বেশি সময় ধরে চেষ্টার পর আজ সোমবার সকাল ৭টা ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনেন। সেখানে ফায়ার সার্ভিসের ২৩টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনার জন্য কাজ করে। আগুনে প্রায় দুই হাজার ঘর পুরোপুরি পুড়ে গেছে বলে জানা গেছে।

এসএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি