মুন্সীগঞ্জে র ব্রাম্মণগাঁও বহুমুখী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়ার পুরস্কার বিতরণী
প্রকাশিত : ১৯:২৭, ৩১ জানুয়ারি ২০১৭ | আপডেট: ১৯:২৭, ৩১ জানুয়ারি ২০১৭
সোমবার মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার কনকসারে ব্রাম্মণগাঁও বহুমুখী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়ার পুরস্কার বিতরণী
নবীণ বরণ, এসএসসি পরীক্ষার্থীদের বিদায়, ও কৃতি শিক্ষার্থীদের সম্মাননা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে । এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সাংসদ সাগুফতা ইয়াসমিন এমিলি । বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি মো. আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপজেলার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ সিকদার ও জেলা আওয়ামী লীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. তোফাজ্জল হোসেন তপন প্রমুখ। ছাত্র ছাত্রীরা বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নেন ।
আরও পড়ুন