ঢাকা, শনিবার   ০৩ মে ২০২৫

যুক্তরাজ্যে স্কুল-কলেজ বন্ধ ঘোষণা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৫৫, ১৯ মার্চ ২০২০

বরিস জনসন। ফাইল ছবি

বরিস জনসন। ফাইল ছবি

Ekushey Television Ltd.

করোনা ভাইরাস প্রতিরোধে আগামীকাল শুক্রবার (২০ মার্চ) থেকে যুক্তরাজ্যে স্কুল-কলেজ বন্ধ করে দেয়ার ঘোষণা দিয়েছে দেশটির সরকার। বুধবার যুক্তরাজ্য সরকারের পক্ষ থেকে এমনটি বলা হয়।

তবে বিশেষ চাহিদাপ্রাপ্ত শিশুদের জন্য কিছু স্কুল খোলা থাকবে বলে জানিয়েছে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন। 
এছাড়া সকল শিক্ষা প্রতিষ্ঠানে অনুষ্ঠিতব্য পরীক্ষাগুলো স্থগিত করে দেয়া হয়েছে। তবে স্কটল্যান্ড এবং উত্তর আয়ারল্যান্ডের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর পরীক্ষা নিয়ে এখনো কোন সিদ্ধান্ত নেয়া হয়নি বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

যুক্তরাজ্যে করোনা ভাইরাসে এখন পর্যন্ত মারা গেছেন ১০৪ জন। এছাড়া দেশটিতে এই ভাইরাসে আক্রান্ত হয়েছে ২ হাজার ৬২৬ জন। এই পর্যন্ত যুক্তরাজ্যে ৫৬ হাজার ২২১ জন করোনা ভাইরাসের পরীক্ষা করিয়েছেন। এদের মধ্যে ৫৩ হাজার ৫৯৫ জনের শরীরে করোনা ভাইরাসের জীবাণু পাওয়া যায়নি।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি