ঢাকা, বৃহস্পতিবার   ০১ মে ২০২৫

যুক্তরাষ্ট্রে আরও দুই বাংলাদেশির মৃত্যু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৫৮, ২৪ এপ্রিল ২০২০

Ekushey Television Ltd.

যুক্তরাষ্ট্রে করোনায় প্রতিদিন মারা যাচ্ছে বাংলাদেশিরা। দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে যেসব বাংলাদেশি মারা গেছেন তাদের মধ্যে বেশিরভাগই প্রবীণ।  

বাংলাদেশিদের মৃত্যু তালিকার অর্ধেকেরও বেশি ৬৫ থেকে ৯০ বছর বয়সী, যারা তাদের সন্তানদের আবেদনে গিয়েছেন স্বপ্নের দেশ আমেরিকায়।

নিউইয়র্কে করোনায় আক্রান্ত হয়ে বুধবার মারা গেছেন দুই বাংলাদেশি। এরা হলেন ব্রুকলীনের প্রবীণ প্রবাসী হাজী শরিয়তুল্লাহ (৭৫) । ব্রুকলীনের সুনি ডাউন স্টেট হাসপাতালে দীর্ঘদিন ভেনিটলেশনে থেকে  শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

আর মোহাম্মদ আব্দুর রাজ্জাক (৬৫) নামে অন্যজনের মৃত্যু হয় বেলভিউ হাসপাতালে।

এদের দুজনকে নিয়ে নিউইয়র্কে মোট ১৭৪ জন বাংলাদেশি করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। আর ৩৬ দিনে পাঁচটি রাজ্যে মোট ১৯০ জন বাংলাদেশি মারা গেছেন মহামারী করোনায়।

এমবি//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি