ঢাকা, বৃহস্পতিবার   ০১ মে ২০২৫

যুক্তরাষ্ট্রে প্রাণহানি ৬৪ হাজারের কাছাকাছি 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৫৮, ১ মে ২০২০

Ekushey Television Ltd.

করোনার দাপট বেড়েই চলছে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রে। যেখানে করোনার শিকার প্রায় ১১ লাখ মানুষ। প্রাণ হারাদের সংখ্যা ৬৪ হাজার ছুঁই ছুঁই। 

বিশ্বখ্যাতওয়ার্ল্ডওমিটারের দেয়া তথ্যানুযায়ী, দেশটিতে গত ২৪ ঘণ্টায় অন্তত ৩০ হাজার মানুষ করোনার কবলে পড়েছেন। এতে করে সংক্রমিতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০ লাখ ৯৫ হাজারে। বেড়েছে স্বজন হারাদের সংখ্যাও। এ সময়ে নতুন করে ২ হাজারেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। যাতে মোট সংখ্যা বেড়ে হয়েছে ৬৩ হাজার ৭৫৫ জনে। 

আক্রান্তের তুলনায় সুস্থ হওয়ার হার অনেক কম। তারপরও দেশটিতে এখন পর্যন্ত সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ১ লাখ ৫৫ হাজারের বেশি মানুষ। আক্রান্তদের মধ্যে গুরুতর অবস্থায় আরও ১৫ হাজার ২২৬ জন।

যুক্তরাষ্ট্রে করোনায় হানায় সবচেয়ে ভয়াবহ অবস্থায় নিউইয়র্ক অঙ্গরাজ্য। সেখানে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ৩ লাখ ১০ হাজার ৮৩৯ এবং মারা গেছেন ২৩ হাজার ৭৮০ জন। এরপরেই রয়েছে নিউ জার্সি। সেখানে আক্রান্তের সংখ্যা ১ লাখ ১৮ হাজার ৬৫২ এবং মৃত্যু ৭ হাজার ২২৮ জন।

অপরদিকে, ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যে করোনায় আক্রান্তের সংখ্যা ৬০ হাজার ২৬৫ এবং মৃত্যু হয়েছে ৩ হাজার ৪০৫ জনের, ইলিনয়েসে আক্রান্তের সংখ্যা ৬০ হাজার ২৬৫ এবং মৃত্যু ৩ হাজার ২ হাজার ২১৫।

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যেও আক্রান্ত ৫০ হাজার ছাড়িয়েছে। যেখানে প্রাণহানি ২ হাজার ৩০ জন। 

গত ৩১ ডিসেম্বর চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রথম করোনার উপস্থিতি ধরা পড়ে। এখন পর্যন্ত বিশ্বের ২১০টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে এই প্রাণঘাতী ভাইরাস। যেখানে আক্রান্তের সংখ্যা ৩৩ লাখ ৪ হাজারেরও বেশি মানুষ। প্রাণ হারিয়েছে বিশ্বের ২ লাখ প্রায় ৩৪ হাজার জন। আর সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ১০ লাখ ৪২ হাজার ৮১৯ জন। 
এআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি