যুক্তরাষ্ট্রে প্রাণহানি ৮৫ হাজার ছাড়াল
প্রকাশিত : ০৯:০৮, ১৪ মে ২০২০

বিপর্যস্ত যুক্তরাষ্ট্রে নিয়ন্ত্রণহীন করোনায় বেড়েই চলেছে প্রাণহানি। চলতি সপ্তাহের শুরুতে কিছুটা কমলেও আবারও বাড়তে শুরু করেছে আক্রান্ত ও মৃতের সংখ্যা।
বাংলাদেশ সময় আজ বৃহস্পতিবার সকাল পর্যন্ত বিশ্বখ্যাত ওয়ার্ল্ডওমিটারের দেয়া তথ্যানুযায়ী, গত একদিনে ২১ হাজার ৭১২ জনের দেহে করোনা চিহ্নিত হয়েছে। আক্রান্ত বেড়ে হয়েছে ১৪ লাখ ৩০ হাজার ৩৪৮ জনে। প্রাণহানি ঘটেছে আরও ১ হাজার ৭৭২ জনের। যা গত কয়েকদিনের তুলনায় কম। ফলে, মোট মৃতের সংখ্যা বেড়ে ৮৫ হাজার ১৯৭ জনে দাঁড়িয়েছে।
দেশটিতে মৃতের হার বর্তমানে ২২ শতাংশ, আর বেঁচে ফিরছেন ৭৮ শতাংশের বেশি মানুষ। এতে করেই স্পষ্ট সংক্রমণ বিস্তারের তুলনায় কম হলেও প্রতিদিনই বাড়ছে সুস্থতার হার। যেখানে এখন পর্যন্ত ৩ লাখ ১০ হাজার ২৫৯ জন মানুষ সুস্থ হয়ে ঘরে ফিরেছেন। আর আক্রান্তদের মধ্যে বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন ১৬ হাজার ৩৪৯ জন।
এর মধ্যে সবচেয়ে নাজুক অবস্থায় বৃহৎ শহর নিউইয়র্কে। যেখানে এখন প্রাণহানি ২৭ হাজার ২৯০ জনের প্রাণহানি ঘটেছে। আক্রান্ত ৩ লাখ প্রায় ৫০ হাজার ৮৪৮ জন। এরপরেই রয়েছে নিউ জার্সি। যেখানে ভাইরাসটির থাবায় ৯ হাজার ৭২৭ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত বেড়ে ১ লাখ ৪২ হাজার ৮৬১ জনে পৌঁছেছে।
আক্রান্তে মিশিগান ও পেনসিলভেনিয়াকে পেছনে ফেলেছে ইলিনয়স ও ম্যাসাসুয়েটস অঙ্গরাজ্য। ইলিনয়সে এখন পর্যন্ত ৮৪ হাজার ৬৯৮ জনের শরীরে ভাইরাসটি পাওয়া গেছে। এর মধ্যে মারা গেছেন ৩ হাজার ৭৯২ জন। ম্যাসাসুয়েটসসে ৮০ হাজার ৪৯৭ জনের আক্রান্তের প্রাণ গেছে ৫ হাজার ৩১৫ জনের।
দেশটিতে আক্রান্তদের মধ্যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ব্যক্তিগত সহকারীসহ হোয়াইট হাউজের তিন কর্মকর্তাও রয়েছেন। কোয়ারেন্টাইনে গেছেন সংক্রামক ব্যাধি বিশেষজ্ঞ অ্যান্থনি ফাউচিসহ তিনি চিকিৎসক।
এআই//