ঢাকা, মঙ্গলবার   ১৩ মে ২০২৫

যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠন করা হয়েছে: আইনমন্ত্রী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৩২, ২৯ জুন ২০১৮

Ekushey Television Ltd.

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল পুনরায় গঠিত হয়েছে। আগামী সোমবারের মধ্যে এ সংক্রান্ত আদেশ বের হবে। এরপরই ট্রাইব্যুনাল বসবে।

শুক্রবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় যোগ দেওয়ার আগে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, ট্রাইব্যুনালে তিনজন বিচারক ছিলেন। এর মধ্যে দুইজন হাইকোর্টের বিচারক এবং আরেকজন অবসরপ্রাপ্ত জেলা জজ আবু আহমেদ জমাদার। তাকে কিছুদিন আগে হাইকোর্টের বিচারপতি নিয়োগ দেয়া হয়। এজন্য ট্রাইব্যুনাল পুনর্গঠন করার প্রয়োজন হয়েছে। এখন ট্রাইব্যুনালে কিছু মামলা বিচারাধীন রয়েছে। এর মধ্যে একটা মামলা রায়ের জন্য প্রস্তুত আছে।

পরে মন্ত্রী বর্ধিত সভায় যোগ দেন। সভায় কসবা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক রাশেদুল কাউসার, জি এম হাক্কানী, রুহুল আমিন ভূইয়া, কসবা পৌরসভার মেয়র এমরান উদ্দিন জুয়েলসহ আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরকে//

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি